আমি দেখি – উচ্চমাধ্যমিক বাংলা কবিতা | পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর | Higher Secondary Bengali Exam Guide West Bengal Higher Secondary Bengali Suggestion 2021 | WBCHSE HS Bengali Suggestion 2021 | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশন 2021

উচ্চমাধ্যমিক বাংলা কবিতা




                            কবিতা – আমি দেখি

পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর

MCQ প্রশ্নোত্তর [মান ১]

সঠিক উত্তরটি নির্বাচন করো

1. আমি দেখি’ কবিতায় কবি সভ্যতার

(ক) বিনাশ চান (খ) অবিনাশী জাগরণ চান (গ) আরণ্যক সভ্যতা কামনা করেন (ঘ) সবুজে ভরিয়ে দিয়ে নীরোগ সভ্যতা কামনা করেন

Ans. (ঘ) সবুজে ভরিয়ে দিয়ে নীরোগ সভ্যতা কামনা করেন

2. “আমার দরকার শুধু গাছ দেখা” – কেন?

(ক) শরীরের প্রয়োজনে (খ) চোখের প্রয়োজনে (গ) কবিতার প্রয়োজনে (ঘ) বাগানের প্রয়োজনে

Ans. (ক) শরীরের প্রয়োজনে

3. “শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়”- এখানে ‘শহরের অসুখ’ হলো—

(ক) নাগরিক কৃত্রিমতা (খ) ম্যালেরিয়া (গ) ক্লিপটোম্যানিয়া (ঘ) কলেরা

Ans. (ক) নাগরিক কৃত্রিমতা

4. “গাছ তুলে আনো বাগানে বসাও”– কারণ

(ক) মন সবুজ চায় (খ) দেহ সবুজ বাগান চায় (গ) প্রাণ সবুজ বাগান চায় (ঘ) আত্মা সবুজ বাগান চায়

Ans. (খ) দেহ সবুজ বাগান চায়

5. “বহুদিন জঙ্গলে কাটেনি দিন”– তার কারণ কবি—

(ক) দীর্ঘদিন বিদেশে ছিলেন (খ) দীর্ঘদিন শহরে ছিলেন (গ) দীর্ঘদিন অসুস্থ ছিলেন (ঘ) দীর্ঘদিন গ্রামে ছিলেন

Ans. (খ) দীর্ঘদিন শহরে ছিলেন

6. “সবুজের ভীষণ দরকার”– কীসের জন্য?

(ক) সৌন্দর্যের জন্য (খ) পরিত্রাণের জন্য (গ) আরোগ্যের জন্য (ঘ) উৎসবের জন্য

Ans. (গ) আরোগ্যের জন্য


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]

1. ‘আমি দেখি’ কবিতা অনুযায়ী গাছের কী দেহের উপকার সাধন করে ?

Ans. ‘আমি দেখি’ কবিতা অনুযায়ী গাছের সবুজ দেহের উপকার সাধন করে।

2. “সবুজের অনটন ঘটে”– কোথায়, কেন সবুজের অনটন’ ঘটেছে?

Ans. আধুনিক নগরসভ্যতা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে। আগ্রাসী এই নাগরিক সভ্যতা হাঁ-করে সবুজ খায় বলেই প্রকৃতির বুকে এবং কবিমনে সবুজের অনটন ঘটে।

3. “তাই বলি, গাছ তুলে আনো”—কেন কবি গাছ তুলে আনতে বলেছেন?

Ans. শহরের মানুষ গাছ কেটে ঘর তৈরি করার ফলে সবুজ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সবুজের অনটন রোধ করার জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন।

4. আমি দেখি’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে?

Ans. আধুনিক নাগরিক সভ্যতার বিবর্ণ যান্ত্রিকতায় বন্দি কবির চোখ এবং দেহ আন্তরিকভাবে আবার সজীব প্রাণময় হয়ে ওঠার জন্যই গাছের সবুজ কামনা করছে।

Post a Comment

0 Comments